বিষাদ প্রতিধ্বনি
(আয়না সনেট)

বহুদূর সীমানায় ভাসে প্রতিধ্বনি,
রাতভর চোখবুঁজে  বারে বারে শুনি ;
বুঝতে নারি ভৈরবী পারিনা দেখতে
ব্যথাতে বাজে রাগিনী করুণ নিশীথে।

কার আসে কান্নাধ্বনি বুঝতে না পারি!
শোষিতের শোক ভরা গাথা অনিবারি,
কোন্ ক্রন্দসী বিষাদে কাঁদে অবিরত
কারণ শতধা রয় জ্ঞান  কিবা কত!

অহর্নিশে শুনি স্বর জনতার ব্যথা,
নিমেষে গুমরে ওঠে আয়ি অশ্রুগাথা;
চেনা চেনা প্রতিধ্বনি কোটিকণ্ঠে মিশে,
অচেনা অধরা থাকে বুঝবো সে কিসে?

আঁখিপাতে কুহেলিকা মুছে যায় ক্ষণে;
জনস্রোতে চিৎকার বুভুক্ষু ক্রন্দনে।

রচনা ২৭ ডিসেম্বর, ২০২৪।