বিনাশ নয় সমাধান
(সনেট)

দাবি মানাতে নৈরাজ্য সারাদেশ জুড়ে!
চাকরি কোটা সংস্কারে চলে আন্দোলন,
ছাত্র কাঁধে চড়ে কেউ ফয়দা লুণ্ঠন!
তিলে তিলে গড়া দেশ অগ্নি নাশে পুড়ে।

জন সম্পদ বিনাশ তাজা প্রাণ ঝরে
ত্রপিত ভীত কম্পিত স্বীয় জন্মস্থান!
আন্দোলন নামে কাটে নিজ পা কুঠারে!
সোনার স্বদেশ ভূমি নীরবে ক্রন্দন।

রাষ্ট্র বিত্ত স্বত্ত্ববান সকল জনতা,
সরকার কভু নয় এর অধিকারী
নান্দনিক রূপ সজ্জা  বন্দর নগরী ;
প্রযুক্তিতে ঘোরে চাকা বাণিজ্যের ত্রাতা।

ধ্বংস লীলায় খোয়ায় কার এ সম্পদ?
চাওয়া পাওয়া দ্বন্দ্বে ভেবে ফেলি পদ।

    রচনাঃ ২১ জুলাই, ২০২৪।