বিজন পথে
(গীতিকবিতা)

বিজন পথে একা যেতে যেতে
স্বপন রানীর দেখা চকিতে।

কত বিনিদ্র নিশি কেটেছে মম
ভাবনা আকাশে নেই তোমা সম,
প্রতীক্ষা কাটে বিমূঢ় আঁখিপাতে।।

বারে বারে এসেছো মম আঁধার আলয়
কত শত স্বপন মালা বুনেছি নিরালয়,
কেন আজি তুমি পারো না চিনিতে।।

উদাসী মনে কোথা যাও ছেড়ে
ক্ষণিক তরে হায়!না তাকালে ফিরে,
মরীচিকা বনে তুমি রও অধরাতে।।

যেথা থেকো প্রিয় কভূ না ভুলিও
অকুল পাথারে ভাসা পথিকে তুলিও,
সহস্র দিবস রজনী কাটাবো তব আশাতে।।

   রচনাঃ১৮ জুলাই, ২০২৪।