----------------------
এক অচেনা ফাগুন কাঁদছে অঝোরে;
গগন ফাটা সে অশ্রু ভূমে নেমে আসে,
নিকষ কালো আকাশ হিমেল বাতাসে
হেঁয়ালিপনার খেলা  প্রকৃতি দুয়ারে।
পুঞ্জিত আম্র মুকুল শিমুল পলাশে
ভরা বসুমতি মাঝে।পিকসখা সুরে
শীত-বর্ষা লুকোচুরি ~ক্ষণে রোদ হাসে;
লেপ-কাঁথা অসহায়ে নাহি অবসরে।

ষড় ঋতু রঙ্গশালে ধোঁয়াশা না কাটে
বিচিত্র এ অঙ্ক কষা মিলেনা এ ক্ষণে,
পৌষ-মাঘের জীর্ণতা ফাগুনের ঘাটে
বসন্ত সুখ সমীর হরে কোন্ বনে?
প্রেম পিয়াসী হৃদয় জাগেনা এ বাটে;
ফুলে ফুলে হেথা নাহি অলি গুঞ্জরণে।

----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       রচনাঃ০৬/৩/২০১৯