বিবেক বিক্রি
নতুন এক শহরে মোর আগমন
আমি আজ অন্ধ আলোহীন,
বিক্রি করে এসেছি দু'নয়ন!
শুধু ঘোর আঁধার টের পাই লোকজন।
হে পথিক, যাচ্ছো কোথায়?
চলার পথে কে যেন শুধায়,
কান দুটো রেখে যাও হেথায়
না রেখে আছে কি উপায়!
কারো পাইনা আর দরশন
ভালো-মন্দ শুনি না এখন
মনে খারাপ লাগে অনুক্ষণ
পথ মাঝে পাই কোনো জন।
বলি হেথা খারাপ লাগে কেন ভাই?
শুধায় তুমি বড্ড বোকা তাই!
বিক্রি করেছো সব;বিবেক করো নাই
এটা বেচে না দিলে এমন তো হবেই।
তাই তো! ক্রেতা খুঁজে বেড়াই
কিছু লোক পেয়ে যাই!
বিবেক বিক্রির কথা তাদের জানাই,
খুব কমদামে বেচে দিতে চাই।
বিদ্রুপে বলে—পাগল নাকি?কোথা হতে আগম?
এইমাত্র নিজের বিবেক বিক্রি করে এলাম!
রচনাঃ ২৯ জানুয়ারি, ২০২৫।