ভাবি মনে
(গীতি কবিতা)
কভু মোরে নাই দেখে যে
ঠাঁই হবে কি তার হৃদকোনে
আজি এ মধুর ফাগুনে–
বারে বারে ভাবি মনে।।
শুধাবে কি সব গানে গানে
নিবিড় ক্ষণে মম সনে
প্রীতি মালা বদল বিনে
আজি এ মধুর ফাগুনে–
বারে বারে ভাবি মনে।।
কভু সে এই ফোটা ফুলের মেলায়;
নেবে সে কি প্রীতির বাঁধনে আমায়।
বসন্ত মলয় জাদু পরশে
হৃদয় আমার রাঙিয়ে হরষে
সব কথা শুধাবে গোপনে
আজি এ মধুর ফাগুনে–
বারে বারে ভাবি মনে।।
রচনাঃ০৪/০৩/২০২০