বেসরকারি
(সনেট)

শ্রেণি পাঠনা সমাপ্তে অবসরে শূন্য হাতে ফেরে,
বুকে বিঁধে কাটা রূপ পুষ্প মাল্য ভাষার নৈবেদ্য
ষাট বসন্ত পেরিয়ে প্রাপ্ত মানে আহা কত ঋদ্ধ!
বিদায়ী শিক্ষক হৃদ, যন্ত্রণা কাতরে রক্ত ক্ষরে।
টানতে সংসার ঘানি,উপায় কী!নানা চিন্তা ঘিরে!
মাসান্তে মাইনে নেই বেসরকারি তাই সব বদ্ধ,
রিক্সা চালনায়  দীক্ষা, দৃঢ় পণ নিতে অগোচরে!
শিষ্য চাপে প্রাণ শঙ্কা কেউ ইস্তফা বিদায়ে বাধ্য।

স্ত্রীর উষ্মা শূন্য হাত বেকার অপত্য তাড়নায়,
আহা!কী গৌরব হাত!অবসরে রিক্সা-ভ্যান টানে!
দাঁড়িয়ে বাস্তব দ্বারে, ভিখ থেকে শ্রেয় এই ক্ষণে।
কতজনে গিরি চূড়ে সে হাতের পরশে ওঠায়!

অবসর অভিশাপ শিক্ষকতা পেশা যার ভালে!
দগ্ধিত যন্ত্রণা নিয়ে শেষে ওপারের পথে চলে।

রচনা: ০২ ডিসেম্বর, ২০২৪।
(একজন বেসরকারি শিক্ষক অবসরের পর রিক্সা চালানোর প্রশিক্ষণ খবরে।)