কৃত্রিম নির্মল বায়ু নস্যি তার তরে;
বৃষ্টিভেজা সোদা মাটি আর বেলিফুলে
মাতোয়ারা করে মন গন্ধে দু'য়ে মিলে,
হরমোন বহির্গত যথার্থে শরীরে।
ললনার খোঁপা সাজে কত শোভা চুলে;
আঁখি-হৃদে শান্তি আনে সুবাস সুন্দরে,
বায়ু দূষণ ভঞ্জন গন্ধে দীপ্তি বলে;
কার্পণ্য নাহি সৌরভে আপনে উজাড়ে।

মনোহরে বেলিফুল  জীবন কাননে;
পথকলি ধর্নাধরে দু'টি কড়ি লভে
খরতাপ রোদে পুড়ে বৃষ্টি ভিজে ক্ষণে,
নিরন্ন দোকানে কিনে আনন্দ এ ভবে;
সৌরভে ভাসে যুগল  প্রেমের মগনে,
সুবাস বিক্রেতা নিয়ে কেউ নাহি ভাবে।

------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ২৩/৬/২০১৯