মম বেলা গেলো
বরষণ ক্ষণে মম বেলা গেলো।
কাব্য,তোমা রাখি কোথা কার হাতে।।

তোমার পাতায় ভাসলো লেখা
বিদায়গাথা বেদন কথা,আরো যে-
ফাগুনে শাওনে যত রাতে প্রাতে।।

যা কিছু রয় হৃদয় মাঝে লুকায়ে
সুরে সুরে  নিলে তাই না জানিয়ে।
কখন যে কাল পাড় হলো
ঊষাকালে তারা ডুবলো
নিভিয়ে দাও সকল আলো মরণ সাথে।।


   রচনাঃ১০/৯/২০১৯, ঢাকা।