বেকারত্বে বলি
( সনেট)
মম চারিধার ঘিরে ঘোর অমানিশার আঁধার ;
পরিজন কৌতুহলী!; শর রূপ ছুড়ে প্রশ্নবান।
শির 'পরে ছত্রপতি অবসরে যাপে দিনমান ;
গিরি সম বোঝা কাঁধে বইতে নারি গার্হস্থ্য ভার।
উচ্চ শিক্ষা নিয়ে আজ কর্ম ভিখ মাগি প্রতিদ্বার!
আশা এক কুহকিনী!অভিগ্রস্ত বেকারত্বে ম্লান,
বক্ষে মম বহ্নিজ্বালা খুঁজি পথ পেতে পরিত্রাণ;
শিক্ষায় অযোগ্য হই, হতে চাষি মজুর কামার।
পিতার নিরব দৃষ্টি—মাতৃ উষ্মা ক্ষোভে ভগ্নি ভ্রাতা!
সক্ষম বড় অপত্য, ভালে জোটে নৈরাশ্যের গ্লানি,
উঁচু প্রত্যাশা সবার সাড়ম্বরে বনি এবে ত্রাতা!
কালো মেঘে ছায় সব,শুধাই কারে ব্যর্থতা বাণী?
স্বর্ণ মৃগ পিছু হাঁটা—পাদুকার তল ক্ষয় বৃথা!
অধরা সব স্বপন! প্রাণ নাশে সিদ্ধি ষোল আনি।
রচনা:৩০ অক্টোবর, ২০২৪।