পাদপ ছায়াময় পিতৃ নীরব দৃষ্টি;
মমতার আঁচল ঢাকে যেন উষ্ময়ে,
পরিজন মাঝে ঢের কৌতূহল সৃষ্টি
হিল্লে হলো কিনা~ভীষণ উদ্বিগ্নতায়ে।
অবিরাম ছুটে চলা দিতে সবে তুষ্টি;
ঘূর্ণাবর্তে ক্লান্ত নিবেদন সানুনয়ে!
আশা কী কুহকিনী! নয়ন ঝরা বৃষ্টি
উবে যায় স্বপ্ন~ স্তব্ধ অভিজ্ঞান নিয়ে।
বাস্তব কত কঠোর নির্মম নিষ্ঠুরে!
সর্বত্র ব্যর্থতা আর নৈরাশ্যের গ্লানি
সনদ জ্ঞান সব কর্মে সংকোচ বাড়ে
হতাশায় জীবন পতিত অন্ধকারে।
আতঙ্ক ভরা কাহিনি মাঝে মাঝে শুনি;
কর্মহীন অভিগ্রস্তে মৃত্যু পদধ্বনি।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০১/১০/২০১৮