বেগম রোকেয়া
বঙ্গীয় জীবনে গান নারী জাগরণে;
গেয়েছেন মহীয়সী অদম্য প্রয়াসে,
নারী শিক্ষার দীপন ছড়াতে ভুবনে;
ধর্মীয় গোঁড়ামি নাশে শ্রম নিরলসে।
সাহস আর দৃঢ়তা নব প্রাত আনে
নারী মুক্তে অগ্রদূত কয় ইতিহাসে,
শিক্ষিত করো কন্যাকে; ছাড়ো কর্মাঙ্গনে
পথিকৃৎ বাণী আজি ফলে বঙ্গদেশে।
নতুন সুরুজ জাগে আঁধার পেরিয়ে
দোলনা দোলানো হাত শ্রম হাতিয়ার,
পুরুষ সমানে নারী গিরি শৃঙ্গ জয়ে
তুল্যহীন অবদানে রাখছে সাক্ষর।
নারী যেন বহ্নি শিখা কর্মে সর্বজয়া;
জেগে ওঠা চেতনায় মননে রোকেয়া।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ০৯/১২/২০২১
( বেগম রোকেয়া দিবসে।)