শোকের দুর্বহ স্মৃতি ফিরে বারে বারে,
নিষ্ঠুরে-নির্দয়ে বেদনবৃক্ষ রোপণে
মর্মন্তুদ বিস্ফোরণ জনসভা তরে;
হীন চেষ্টায় জননেত্রী প্রাণ হননে।
রক্তাক্ত নদী বহে তাজা জীবন ঝরে
অলৌকিক দৃশ্য!স্বয়ং স্রষ্টার রক্ষণে
জননেত্রী প্রাণ বাঁচে মানব প্রাচীরে,
শাসক মিথ্যাচারে~নাটক মঞ্চায়নে।
প্রিয়জন প্রয়াণে আগস্টের রোদন;
বরষার বারিধারা থেমে থেমে বহে
আকাশ যেন কাঁদে ব্যাথিত সমীরণ,
অমোঘ বিধানে প্রস্থান কখনো সহে
মনুষ্য সৃষ্ট আহাজারি ভারি বেদন,
জঘন্য হত্যাযজ্ঞ পতিত শোকদহে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ১৫ আগস্ট,২০১৮
[২১আগস্ট স্মরণে]