কালের চাকা থমকে যায় ক্ষণতরে
দুর্বহ স্মৃতির আগস্ট তরণ কালে;
হৃদয়ে বেদনার ঢেউ আছড়ে পড়ে,
সভ্যতার ইতিহাসে সাক্ষ্য নাহি মেলে।
পৈচাশিকতা ঘটায় নিষ্ঠুর বর্বরে
বাংলার স্থপতি পরে নির্মমতা চলে,
স্বজনের স্তব্ধ প্রাণ বত্রিশ নম্বরে;
ঘাতকেরা বেড়ে ওঠে এই মাটি জলে!
মানবিক আচার নষ্ট সভ্য সমাজে
ধূসর ইতিহাস রচে বিশ্বাস নাশে,
মুজিবের দেশে পরাস্ত নিন্দিত হাসে
সপরিবারে পিতৃ হত্যা কীকরে সাজে?
শিশু আকুতি তাচ্ছিল্যে পাষন্ড উল্লাসে;
স্রষ্টার আসন ত্রপিত এ হীন কাজে।
---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৫ আগস্ট,২০১৮
[বঙ্গবন্ধু'র ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ]