বেদন স্মৃতি
(গীতি কবিতা)

মায়া-প্রীতি বেদন স্মৃতি--
নাহি ভুলে হৃদে দোলে
প্রতি পলে বাজায় গীতি।।

পাথার তীরে সুরে সুরে রোদন ভরে
আছড়ে পড়ে উর্মী ছলে।
হৃদয় তারে বাজে প্রাণে ক্ষণে ক্ষণে
জেগে ওঠে কাঁদন হাসি
পাথার তলের বেদন প্রীতি।।

ধরার নীড়ে কে সে গাহে ব্যথা বহে
নয়নে তার অশ্রু বানে
বুকের জলে জাগায় তিথি।।

দিগন্তে যেন কারো আঁখি সদা দেখি
হদয়  কোণে প্রণয় সখি
ভালোবাসি বেদন স্মৃতি ধরা রীতি।।


  রচনাঃ০১/৯/২০১৯