বেদন বাণী
(সনেট)
সব দিয়ে যাই আজি নিজে অগ্নি পুড়ে,
রক্ত কণা দেহে যত দিলাম সিঞ্চনে ;
প্রতিদান আশা নেই যাচি হৃদ জুড়ে
ক্ষয়িষ্ণু মোমের ন্যায় নিঃশেষিত মনে।
নিভু প্রাণ চায় শুধু প্রীতির বাঁধনে
শত ব্যথা ভুলি চলি অজানা সুদূরে!
যতই ক্লেশিত চেষ্টা করি প্রাণপণে,
অযাচিত ত্রুটি বাজে বেণুকা বেসুরে।
ব্যর্থতার দায়ভার আমায় কাঁদায়,
ঈর্ষণীয় সাফল্য সব তোমাদের দান
দগ্ধানো হৃদয় মোর ভেঙ্গে খান খান!
ক্ষণিকের তরে পিছু ডেকো না আমায়।
পুষ্পিত জীবন যাচি এক্ষণে সবার;
ক্ষমিও সকলে মোরে ক্লিষ্টে আচার।
রচনা:৬ ফেব্রুয়ারি,২০২৫
(কর্ম অবসরের স্মৃতি রোমন্থন।)