বসন্ত বেদন
(গীতিকবিতা)
আজি বসন্ত লগনে দিয়ে যাই কবিতাখানি
দেবার মত মম আর কী আছে অভিমানী।।
সব ফুরায়ে গেছে মোর অঝোর বরিষে
ধুয়েমুছে উথলি পাথারে প্লাবনে ভেসে
ধরে রেখ, ধরে রেখ, এই বিরহ গাথাখানি।।
কী আশে রবো পাশে
হারিয়ে গেছে সব নিমেষে
থাকতে নারি বেদন বিষে
যেতে চাই বেলা শেষে খেলা শেষে
ভুলে যাবে আঁখির পলকে জানি।।
নতুন রূপে আবার আসবে পুন ফাগুন
শ্যামা গাবে সুমধুর সুরে সুরে নব গান
তুমি নব নয়নে নব স্বপনে থাকবে সদা মগন
কী বা করার আছে তোমার সবই মানি সবই মানি।।
রচনাঃ০৮ মার্চ,২০২৪।