হিম জড়তায় প্রকৃতিপুঞ্জের কানে কানে
সখার কুহু তানে বসন্ত বারতা হৃদয় দ্বারে,
মৃদু খরতাপে খসে পড়ে
শৈত্য আবরণ নব সাজ ফাগুনে।
সোনার কাঠির পরশে
সুন্দরী ধরিত্রী জাগে হরষে,
বৃক্ষ শাখে নাচন লাগে বসন্ত সমীরণে
সৌরভে মুগ্ধ অলি সুরে সুরে কূজনে।
প্রতি বসন্তে একে একে
জীবন খাতার পাতা ঝড়ে,
সুখের ভান্ডার নাহি উজাড়ে;
অমিশ্র কোথা কোন আগমনে।
বসন্ত বিলাপে কাঁদে স্বজনে
ক্লীষ্টে যন্ত্রণা কাতরে,
নিয়ে যায় প্রাণ স্বৈরাচারে
জাফর জয়নালের রক্ত বহে প্রাঙ্গনে।
রক্ত সন্ধ্যায় ভেলায় চড়ে
নববর্ষের প্রাক্ লগনে
যৌবনের মুক্তলীলা যায় উড়ে,
নির্যাতনের ক্ষতচিহ্ন রয় শিক্ষার্থীদের তনুমনে।
রচনাঃ১৪/০২/২০২০