বসন্তের ফুল
(গীতিকবিতা)
তোমার এই ললিত ছবি বসন্তের ফুল ফুটছে,
দখিনা দ্বার খুলে ঝিরঝিরি হাওয়ায় ভাসছে।
সব মাধুরী ছাপিয়ে গিয়ে
আলোক ধারা নিভিয়ে দিয়ে,
তোমার রূপের মধুর জ্যোতি পড়ছে।
কানন মাঝে হাজার ফুলে
তোমার ছবি ওঠে দুলে,
সেই দোলাতে হৃদয় মম
হরষে ভরে গিরিসম,
কেবল একটি সুবাস যেন দিকে দিকে ঝরছে।
ফাগুনে নির্মল সমীর ধারায়
চাই গো তোমায় বিজন বেলায়
তোমার রূপের মধুর সুধায়
হারিয়ে গেছি কোন অজানায়!
নইলে সে কি আমার প্রাণে তোমার আলো জ্বলছে!
রচনাঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫।