কর্মমুখর ধরিত্রী ব্যস্ত নিত্যদিনে;
নিজ কর্মগুণে সদা ভাগ্যচাকা ঘোরে,
চলিষ্ণু অমোঘ বিধি বিশ্ব চরাচরে;
বিরাম চিহ্নে স্থবির কোন এক ক্ষণে!
কীর্তি যশ সব রহে সহকর্মি তরে;
ব্যর্থতার নিন্দা তির বিদায়ীর পানে!
পারঙ্গম কভু সব সুযোগে ফাঁসুড়ে
সম্পূর্ণ দুর্ঘট আশা অলীক স্বপনে।
সুন্দর কহে বিস্তর যায় যায় দিন,
যথার্থ কভু কি ঘটে?ভাবা অবকাশে
ক্ষণিক বিচ্ছেদ শুধু চির অবশেষে,
অমরত্ব নাই হেথা যাপিত জীবন।
নাট্যশালে হানাহানি মনঃপূত আশে;
স্বকর্ম বিচার করে দেখেছি কখন?
--অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৮ আগস্ট,২০১৯