হে স্বপ্নের বাংলা,তোমারই আসমানে
চিল-শকুন ছোঁ মারে কেন বারে বারে,
উন্মত্তের হিংস্রতায় তড়িৎ কম্পনে;
দিগ্বিদিক ছুটে আসে ঝাঁকে ঝাঁকে উড়ে।
শান্তি নীড়ে এসব অসহ্য সীমাহীনে;
অবিরত লালা ঝরে হৃদপিন্ড ছিঁড়ে
খাওয়ার। সুযোগ সন্ধান কোন ক্ষণে;
প্রচন্ড ক্ষুধার্থ রক্ত নেশায় সিমারে।
কী বুঝবো তাহলে, তুমি শুধু শশ্মান?
পূতঃগন্ধময় পঁচাগলা কোন শব?
টেনে-হিঁচড়ে খাবে জানোয়ার,শকুন!
রূঢ় প্রচন্ড উল্লাসে করে কলরব।
তাহলে ওরা বাঁচুক শরীরে তোমার;
মরে যাই মোরা--প্রতিকারে ব্যর্থতার।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন