বর্ষণ সিক্ত মন
(গীতি কবিতা)

বৃষ্টি  নামের  মিষ্টি মেয়ে সুরে সুরে
ঝুম ঝুম নূপুর ধ্বনি মুগ্ধ করে।।
গগন থেকে ছন্দে ছন্দে এই শাওনে
অঝোরে নেমে আসে স্রোত প্লাবনে,
ঘন বাদলে মেঘের ছায়ে কিঞ্চিৎ আঁধারে।।
আকাশ যেন গুমরো মুখো অভিমানী
রহস্য ঘেরা চপল নৃত্য ভর যামিনী
জাগায় প্রাণে অজানা কামনা বর্ষা ঘিরে।।
বর্ষা ভেজা কদম ফুলে গন্ধ ভাসে
থইথই জলে শাপলা কমল সিক্তে হাসে
নাচে মন পেখম খুলে যেতে চায় বাইরে।।
তপ্ত ধরণী নিমেষে শীতল মন উচাটন
শুভ্র জলে রূপালি সৈকত আনন্দ বান
আবেগী মনে বৃষ্টি বনে সিক্ত হতে চায় রে।।
নিভৃত ক্ষণে হৃদয় কোণে জাগায় প্রীতি
ঘোর বরিষণে মোর সদনে কে গায় গীতি,
এসো গো আলয় বরি মালায় আজি পরস্পরে।।
ঝরো মুখরে নৌকা চড়ে যাবো অন্য কোথা
প্রীতি বাসরে ডাকছে দ্বারে কেউ নেই  হেথা,
ঘন ঘোরে কামনা নীড়ে হারিয়ে যাই বহুদূরে।।

  —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ ০২ আগস্ট, ২০২৪,ডালবুগঞ্জ।