বাঁচতে চাই
মানুষ আজি ছুটির ফাঁদ পাতা ভুবনে
গৃহবন্দি ছুটি নাহি কেউ আশে,
জীবন আর জীবিকার মাঝে চলা দ্বন্দ্ব
আতঙ্ক অনিশ্চয়তায় মানবতা নাশে।
যাপিত জীবন ছবি নেয় কেড়ে
থমকে ধরিত্রীর চাকা করোনা ভাইরাসে,
মানব মাঝে সৃষ্টি অদৃশ্য দেয়াল
কীভাবে ভাঙ্গবে তা' চেষ্টা দেশে দেশে।
প্রাণ বাঁচানোর সমস্যাই এখন মুখ্য;
সীমানা তৈরি করেছিলে কত যুদ্ধ শেষে,
সব নিরাপত্তা বলয় কত ঠুনকো
দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত অসহায় হয়নি মানুষে।
দম্ভিক বাঘা ব্যক্তিরা যায় কোয়ারেন্টিনে
কোভিড নাইন্টিন ঢুকেছে বাঘেরও শরীরে,
সামাজিক দূরত্ব আর লকডাউনে
থেমেছে কি মৃত্যুর মিছিল?সব নেয় কেড়ে!
বাস্তবতার মুখোমুখি পাটীগণিত কষে সবে
অনেক তত্ত্ব উপাত্তের মূলে হানছে আঘাত,
কেউ হাসপাতালে জীবন নিয়ে লড়ে;
কেউ ক্ষুধার্ত রাস্তায় চাহে এক মুঠো ভাত।
আমি বাঁচতে চাই—
একটা আওয়াজ যেন চারপাশে;
বার বার প্রতিধ্বনি শোনা যায়,
ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৯/০৪/২০২০