বাংলাদেশ কবিতার কবি
—দেলওয়ার হোসেন শিকদার
বয়ে চলা বাইগার নদীর কলকল ধ্বনি
পালতোলা নৌকা থেকে ভেসে আসা গান,
হরিৎ তৃণলতায় ঘেরা খগের সুমধুর কলরবে
বঙ্গভূমে ক্রান্তিক্ষণে এক কবির ঘটে আগমন।
ললাটে জোটে নির্যাতন নিপীড়ন বন্দিদশা
থেমে যায়নি কখনো কবির কাব্য রচনা,
শোষণ বঞ্চনা উৎপীড়নের বিরুদ্ধে
তিঁনি লিখে যান অমর গাথা নতুন চেতনা।
এক মহাকাব্য—যা কখনো রচিত হয়নি
বাঙ্গালির মুক্তির দিশা বাংলাদেশ কবিতা
এঁকেছেন নতুন মানচিত্র তিঁনি অমর কবি
তিঁনিই বঙ্গবন্ধু, বাংলাদেশ মহাকাব্যের রচয়িতা।
টুঙ্গিপাড়ায় বেড়ে ওঠা কবি
বাঙালি জাতির পিতা, আজ শুভ জন্মদিন,
দেশ থেকে দেশান্তরে যাঁর খ্যাতি
এশিয়ার লৌহ মানব তোমায় করি স্মরণ।
রচনাঃ১৭ মার্চ,২০২৪।