----বাঙালির নববর্ষ----
বাংলা নতুন বর্ষের প্রথমদিন
অতীত বর্ষের হলো তিরোধান,
মুখোমুখি এসে দাঁড়িয়ে যাই;
সমাগত বছরে আগমনী ধ্বনি যবে পাই।
ধরিত্রীপুরে খেলাঘরে পশ্চাতে ফেলে যায়
সুখদুঃখ স্মৃতি যেন রং তুলির আল্পনায়,
ভাবী অথচ অনিশ্চিত সম্ভাবনার দুয়ারে দাঁড়াই ;
সুনিশ্চিত রূপে,নতুন পরশে বাঙালি সবাই।
সাঙ্গ করি জীর্ণতা আর ক্লান্তি বিগত
বকুল ঝরানো পথে বিদায় বসন্ত,
উল্লাসে একদিনের বাঙালি রচি-গাই;
চিত্তের দৈন্য হতে মুক্তি আশে নব সুর বাজাই।
ব্যবসায়িক সম্পর্কের শুভ নবায়ন
হালখাতায় বকেয়ার অবসান
বণিক বিলায় অতিথি মিষ্টি-মিঠাই ;
বিভেদের জাল ছিন্নে সচেষ্ট হই।
জাগি অখন্ড জাতীয় চেতনায়
ঋদ্ধ হতে আগামীর গর্বিত প্রেরণায়
ধর্ম বর্ণ প্রভেদহীন অখণ্ড জাতিসত্তায়।
রচনাঃ ১৪ এপ্রিল ২০২৪