বাঙালিপনার রঙ্গ


একদিনের বাঙালিপনা
কত জল্পনা কত আলপনা
কতশত হৃদয়ের ব্যঞ্জনা
সাথে পান্তা ইলিশ খানা!
লাল ছাপা শাড়ি মেলে ডানা
চারিদিকে মৌমাছির ভন-ভনা।
কত সাজ কত আঁখির লেনাদেনা!
লাল ছোপ পাঞ্জাবির বাঙালিয়ানা
যুব বৃদ্ধ  কিশোর কিশোরীর ছেলেপনা
ভুলায় তিন'শ চৌষট্টি দিবসের যাপনা
দূর হবে কি বছরের আবর্জনা!

মুমূর্ষুরে ওড়াতে  কত রঙ
গ্লানি মুছাতে শত ঢঙ
তাপস নিঃশ্বাসের বায় নাশিতে সঙ!
গিরিসম সত্য ঢাকতে রঙচঙ।

নয়ন ভরা হও কুরঙ্গ
কত রঙ্গ কত ব্যাঙ্গ,
আহারে কত সাধু সঙ্গ!
ক্ষণতরে সেজো অনঙ্গ!
আহা!এক দিবসের আসঙ্গ
এই নয় বাঙালির নিত্য সঙ্গ।

এসব না করলে মনে পড়ে না রে!
কোনদিন বাঙালি ছিলাম রে।

রচনাঃ ১৪ এপ্রিল, ২০২৫।
( বাংলা নববর্ষে)