বঙ্গবন্ধু হে
(গীতিকবিতা)

তোমা বিনে  বাঁচি নারে
চাই হৃদয় মন্দিরে,
তোমার বিনে যাই কোথা রে
কেমনে পাই তোমারে,
বঙ্গবন্ধু হে, কেমনে পাবো তোমারে।।

ষড়যন্ত্রের জাল বুনে পশ্চিমা শাসকগণে
মার্কিন স্বার্থ তরে উসকে দেয় সন্ত্রাসী রে—
বীর বাঙালি ভীতু নয় রে
বারে বারে তোমা স্মরে।
কেমনে পাবো তোমারে
বঙ্গবন্ধু হে, কেমনে পাবো তোমারে।।

তন্ত্র মন্ত্রের চাল চালে রক্তে কেনা বাংলায়
যত খেলা খেলছে তারা দুহিতা নাই ভয় পায়,
পিতা আদর্শে ভিত কভু না নড়ে।
কেমনে পাবো তোমারে
বঙ্গবন্ধু হে, কেমনে পাবো তোমারে।।

অপশক্তির কুট -কৌশলে রুদ্ধ হয়নি উন্নয়ন
তবু এ স্বর্ণ সময়ে পেতাম যদি দরশন!
জননেত্রী সোনার বাংলা গড়ে ;
তুমি থাকো অন্তরে।
কেমনে পাবো তোমারে
বঙ্গবন্ধু হে, কেমনে পাবো তোমারে।।

   রচনাঃ ১৫ আগস্ট , ২০২৩। ঢাকা।
   (জাতীয় শোক দিবস স্মরণে)