বন্দি বিহগ বাসনা
(সনেট)

আমি এক বন্দি পাখি, পিঞ্জরে নিবাসী সারাক্ষণ!
হেথা নেই খাদ্যাভাব, চাওয়ার আগে সব পাই;
ডানা মেলে কবে উড়ি; ভুলে গেছি হায়!জানা নাই,
মাঠ ঘাট খাল বিলে খাদ্য খোঁজা মোর নিষ্প্রয়োজন।

শ্রম বিনে কাটে কাল, আহা কত সুখের জীবন!
ভুলি কষ্ট-ক্লেশ দুখ, কত শত দামী খাদ্য পাই;
বলতে পারি না কভু কী সাধ মম কী আমি চাই!
প্রাচুর্য আড়ালে পড়ে মম বন্দি জীবন যাপন।

কখনো নয়নে দেখি, মুক্ত খগে ডানা মেলে উড়ে,
উড়বার সাধ্য কোথা! সুনীল ব্যোমে দিগন্ত পানে
দিবানিশি কষ্টে ওরা খাদ্য লাগি ছোটে প্রাণপণে,
ক্লেশিত অভূক্তে শান্তি! তবে কী মেলে মুক্ত সমীরে!

যদি একবার হায়!যেতে পারতাম মুক্ত বায়;
আমা হতে কত সুখ! মুক্ত বিহগ পায় সেথায়!

রচনাঃ ২২ জুলাই,২০২৪।