বাঁচার স্বপন
মরিতে চায় না কেউ বসুমতি ছেড়ে
গর্জে ওঠে চরাচরে জীবনের ঢেউ,
আকুলি বিকুলি করে বাঁচিবার তরে
অর্ধহার অনাহারে বাঁচে কেউ কেউ।
উদ্বাস্তু ক্লেশ জীবন লয় বাঁচিবারে;
নিজ ভূম যুদ্ধে ছাড়ে জ্বলে দাউ দাউ,
নিভু নিভু প্রাণ রয় ধুঁকে ধুঁকে লড়ে;
খড়-কুটা ধরে বাঁচে দুর্বিপাকে সাউ।
'মরলেই বাঁচি' শুনি কষ্টকর ক্ষণে—
মৃত্যু ইচ্ছে কোন্ জনে!শুধুই কথন!
পৃথ্বী ছেড়ে নাহি চায়—লড়ে প্রাণপণে,
'শ্বাস থাকে আশ জাগে' প্রবাদ বচন।
ক্লেশিত জীবন দগ্ধ তুষের আগুনে;
ক্ষণে ক্ষণে মরে,রয়, বাঁচার স্বপন।
রচনাঃ১২/০৬/২০২১