খাচ্ছে-দিচ্ছে অহরহ উপাদেয় খানা;
খেতে হয় বাঁ হাতে সন্তর্পণে গোপনে,
ঘৃণ্য নিন্দনীয় তাই খেতে আছে মানা;
দন্ডনীয় দুষ্কর্ম,ধর্মবাণী কে শোনে?
কিছুই নাহি দিলে কার্য সিদ্ধি হয় না,
খসানোটা অন্যায়,ন্যায্য সেবা প্রদানে;
'বাঘেরও দুধ মেলে' কথায় বলে না?
কেউ রাজা কেউ ফকির সম মাইনে।
অনাচার দেয়া-নেয়া ধর্ম বিধি কহে;
উভয়ই জ্বলবে দোজখের অনলে,
যদিবা পড়ে ধরা শ্রীঘর তার ভালে;
রুদ্ধ শান্তি পথ অমানিশা ঘোর বহে।
নীতিবানের জুতোর সুখতলা ক্ষয়;
পশ্চাৎ দ্বারে চলে তারে কে আটকায়?
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৬/১০/২০১৭