—বলে দিও তারে—
(গীতিকবিতা)
ও বাতাস বলে দিও তারে
নদী বুকে ভেসে যাই সব ছেড়ে।
কান্ডারি বিনে সে তরণীখানি
কোথা নিয়ে যাবে তা না জানি,
ছুটে চলে স্রোত টানে
ভিড়তে না চাই কোনো খানে,
বলো তারে,অভিশাপ না দিতে মোরে।
ও আকাশ জানিয়ে দিও
শূণ্য এ হৃদয় তা বলিও,
অজানা পথের যাত্রী হয়ে
ওই নীল দিগন্ত পেরিয়ে,
যেতে চাই ঠিকানা বিনে বহুদূরে।
ও চাঁদ শুধাও অব্যক্ত কথা
গোপনে ছিলো যে হৃদয় ব্যথা,
ভুলতে চাই সে ব্যথা চিরদিনে
ফিরে যেতে না চাই আর কোন ক্ষণে,
সব কিছু বয়ে নিয়ে চলেছি অন্তরে।
ও সুরুজ কইও দুঃখ গাথা
ঠাঁই নাই এই নীড়ে যাই সেথা,
ভাবিনি কভু কী আছে ভালে
মনের কথা হে নদী দাও বলে,
ডেকো না পিছু মোরে বেঁধো না বাহুডোরে।
রচনাঃ২৩/০৬/২০২৩