বহে চলে নদী
(সনেট)


মধুর স্রোতের তানে নদী বহমান
গিরি থেকে জন্ম নিয়ে সমুদ্রে ধাবিত,
নিশ্চল চলার পথ বয়ে অবিরত
কেন ঐকতানে কভু  চলে না জীবন!
বাসনা মায়া মমতা  সুখ প্রীতি যত
চলিষ্ণু নয় কোনটা  স্থির কোনো ক্ষণ,
বন্ধুতা পত্নী প্রণয়  কত কন্টকিত!
বেদনা নিরাশা দুখ নিতি ভাঙে মন।

তব সৃষ্ট জীব প্রতি কৃপা কেন নয়?
যা দাও তা কেড়ে নাও নাই দাও ফের;
নিভানো জীবন দীপ জ্বলে নাকো আর,
শুষ্ক পুষ্প ফোটে নাকো কভু পুনরায়।

দয়া চাই আঁখি নীরে ফেরার কামনা;
নদী ন্যায় চলা প্রাণ এ মম প্রার্থনা।

  রচনাঃ ২০ জুলাই,২০২৪।