বাদল রাতে
(গীতি কবিতা)
আজি ঝরঝর বাদল রাতে
আঁখি পাতে নিদ নাই রে।
যাতানাময় বিজন এ যামিনী
বিষিত লাগে দাদুরী রাগিনী
নিঠুর গগন ডাকে বেসুরে।।
চাতক পাখী আজি তোমা বিনে সজনী
অঝোর ধারায় কাঁদছে এই রজনী
অশ্রুবান মিলে যায় পাথারে।।
এমন লগনে দাদুরী ডাকে মিলন পিয়াসে
নাথের সাথে কাটে বরষার রাত সুখ পরশে
কোন্ অভিমানে তুমি হলে এত নিঠুরে।।
রচনাঃ০৬/৬/২০২১