কাহার বীণা বাজে আজি এই লগনে,
প্রভাত সমীরণে সুশীতল করে মোরে;
হিয়ার মাঝে সেই পরশ লাগে যেন স্বপনে,
জেগে ওঠে প্রাণ মম পুলক ভরে।

বিকেল গড়ায়ে গোধূলি আভা গগনে,
আরো আরো দোলায় মন সেই ক্ষণে সেই সুরে,
কেনো জানি কাছে টানে রাতে শশধর কিরণে
এ কোন্ ঢেউয়ের খেলা মাতাল হৃদয় হরে।

আলোয় আলোয় দিলে ভরিয়ে বীণার তানে
কী! সুর বাজে বারে বারে মম মন মন্দিরে,
আমায় জড়ালে সে নতুন কোন্ বাঁধনে
জীবনে মরণে যেন থাকি এই বসুমতি নীড়ে।

----- অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ১২/০৫/২০১৯