অঝোরে ধরিত্রী কাঁদে
কোভিড আক্রান্তে নাশে কোটি কোটি প্রাণ
'সব বিত্ত লও মোর, বাঁচাও আমায়'
বৃথা চেষ্টা এই ধামে নাই পরিত্রাণ,
শক্তিধর রাজ পিষে নেইকো অন্যায়।
উদ্বাস্তু রেকর্ড গড়ে বিপন্ন জীবন
যুদ্ধের তান্ডব বিশ্বে,অর্থনীতি ধায়!
ক্লেশে যাপিত জীবন মুক্ত কোন্ জন?
ত্রপিত ধরিত্রী হায়!ধ্বংস বিগ্নে কাঁপে
নারী-শিশু-জন ক্লিষ্টে—অহর্নিশ কাঁদে,
মৃত্যু ঘটে মানবতা হেন অভিশাপে!
বিজ্ঞান সভ্যতা পড়ে হানাহানি ফাঁদে।
অঝোরে ধরিত্রী কাঁদে বিষে ভারি বায়;
প্রাণ নাশিত একাল ভরা হিংস্রতায়।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৯ জুলাই, ২০২২