অতৃপ্ত তৃষা
(সনেট)
যেথায় নয়ন ফেলি এ বসুধা নীড়ে ;
বিচিত্র প্রকৃতি লীলা হেরি সবখানে,
কেউ তুষ্ট নয় কভু নিজ অবস্থানে!
বাসনা গগন ছুঁতে শিরে চিন্তা ঘোরে।
দরিদ্র চায় বিভব ধনী ত্রস্ত চোরে!
শত্রু ভয়ে কূটনীতি রাজন ধারণে ;
অনায়ত্ত সুখ আশে পীড়িত কাতরে!
মৃত্যু চেয়ে শ্রেয় ভুখ, অশান্তি মরণে।
বড়ই বিচিত্র চিন্তা সতত সুখের ;
যতই ক্লেশিত হোক যাপিত জীবন
তথাপি ইচ্ছুক রয়; নিভু নিভু প্রাণ,
অতৃপ্তি জীবন তৃষা ধর্ম মানবের।
আরামে উদ্বিগ্ন রয় নিয়ত সবাই ;
শোভিত ধরিত্রী ছেড়ে কোথা যেয়ে রই?
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ৩০ জুলাই, ২০২৪।