—অমর কবি—
   (আয়না সনেট)

ভুলি কেমনে কবিতা অমরত্ব কবি;
খুলি বাতায়ন দেখি ভাসে তাঁর ছবি,
কথনে শাণিত যেন কাব্য বিরচিত
ভাষণে ভরসা পায় জনতা সতত।

ফুটলে বসন্তকালে সোহাগে সৌরভে;
ছড়ালে সুখ্যাতি তাই আপন গৌরবে,
যাতনা করো বরণ শোষণ নিধনে
বাসনা পূরণে তাই দমনি পীড়নে।

ফণা তুলে বিষধর পাপীষ্ঠ কুখ্যাত;
যন্ত্রণা ভীষণ মনে হই শোকাহত,
নেই তুমি সব মিথ্যে, রয়েছো ভাস্বর;
সেই উজলে স্বদেশে সমৃদ্ধ ভান্ডার।

সোনার মৃত্তিকা নয় স্বপন এখন;
তোমার অভাব আজি সোনালি লগন।




      রচনাঃ২৬/০৩/২০২১
(স্বাধীনতা  দিবসে বঙ্গবন্ধু'র প্রতি শ্রদ্ধাঞ্জলি।)