অঝোরে জল ঢালো
ঝুম ঝুম বরষায় ধূসর চপল ছন্দে,
উল্লসিত মায়াবিনী নীপবনে ভিজো নন্দে।
সিক্ত বসনে জাগে তব ক্ষুধিত যৌবন
কপোলের সাজ রং জল ধারায় প্রস্থান,
প্রকৃত রূপ লাবণ্য আহা কত যে সুন্দর!
পুলকিত দু' নয়ন সেথা যায় বারবার।
এলোকেশ ভেজা জল নামে দেহে চুমে চুমে
পাহাড়ের ঝরনা ধারা যেমন গড়ায় ভূমে,
ভেজা আকাশী শাড়ি পড়া কে গো অতন্দ্রা হরিণী
অধরে তোমার ঝরনা নামে পুলকিত সুহাসিনী।
তব অবারিত দান ঢালো উদার আকাশ ;
বেরসিক কভূ না হও মিনতি তব সকাশ,
ঘন বর্ষায় হরষে আঁখি জুড়ে মুগ্ধ মম মন
আজি বাদলের রূপসূধা আকণ্ঠ করি পান।
কত অঙ্গে কত রূপ বর্ষা দেবী আগমনে
হৃদয়ের খুলে দ্বার হেরি বসি বাতায়নে,
সজোরে আরো অঝোরে কৃপা করে ঢালো জল ;
নাহি থেমো অবিরামে করো সিক্ত ধরাতল।
রচনা:২১ জুন,২০২৪।