অযাচিত কুল
গাঁয়ের মেঠো পথে মম
চরণ ফেলি আনমনে,
সহসা এক শস্য বিচি ফেলে
খগপতি ভূমে সামনে।
কুড়ায়ে নিয়ে হেরি তারে
মিষ্টত্ব সুরভিত ঘ্রাণ!
ঝোপঝাড়ে আগাছার কোনো বীজ,
কৌতুহলে তারে জিজ্ঞাসন।
অখাদ্য ফলের হে আঁটি!
ফুটন্ত কেয়া ফুলের সৌরভ
কোথা পেলে তুমি?
ঘ্রাণেন্দ্রিয় সুগন্ধে চন্দ্রপ্রভ!
তুমি কি কোনো স্বর্গ সম্ভার?
সুবাসে মম করো আত্মহারা!
নইকো মণি মনিক্য—শুধালো সে
পঙ্কে জন্ম নগন্য,নই মনোহরা।
অযত্নে বেড়ে ওঠা অখাদ্য বস্তু
কুক্ষণে পড়ি কেয়া ফুলে,
হেথা রই জড়াজড়ি ধরে
পরাগ মাখে মোরে অলিদলে।
সুবাসে তার সুরভিত মম দেহ
সৌরভ গৌরব তারই অবদান,
আমি অযাচিত আগাছা কুল
সকল তরে সদা মূল্যহীন।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ০৪ আগস্ট,২০২৪(ডালবুগঞ্জ)।