—অদ্ভুত চুরি —
আস্ত সেতু চুরি যাওয়ার
ঘটনা ঘটে মুম্বাইয়ে,
সুরঙ্গ খুঁড়ে গোটা রেল
চুরি বিহারে রেলওয়ে।
আস্ত স্কুল ভবন চুরি
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে
চোরের দল দয়া করে
ভিত্তিটুকু রেখে যায় সজ্ঞানে।
গোটা এক মোবাইল টাওয়ার
চুরি ঘটে বিহারে,
এক রাতেই চোরের দল
নেয় পিকআপ ভরে।
উটা রাজ্যের দুই কিশোর
বিমান চুরি করে,
ট্রাক্টর চালিয়ে সেখানে যায়
পালায় আকাশে উড়ে।
ক্রেন এনে দিন-দুপুরে
রোড রোলার চুরি!
ভারতের বেঙ্গালুরু রাজ্যে
চোরের নাইকো জুড়ি।
ইউটিউবে ভিডিও ভাইরাল
পিঁপড়ে ডায়মন্ড চোর,
টুকরো খানি আঁকড়ে ধরে
ঠেলে নেয় দোকানের।
অলংকার অর্থ চুরি করা
চোরের সহজাত স্বভাব
জলপাইগুড়ির পৌরসভায়
শৌচাগার চুরি নাই জবাব।
রচনাঃ ১১ জুলাই ২০২৩।