আসুক প্রভাস


আলোর প্রসন্ন হাসি শরতের ক্ষণ;
কাশের উরমী দোলা তটনীর তীরে,
শুভ্র মেঘ জোছনায় কনকে কিরণ,
এক শিশু বার্তা দেয় আগমন তরে।
বেড়ে ওঠা শান্ত সৌম্যে গরবে  স্বজন
আশীর্বাদ  বিধাতার খ্যাতি দরবারে,
মাতৃ-পিতৃ যষ্টি রূপে চলে কর্ম রণ
গার্হস্থ্য জীবন কাটে শান্তির আগারে।

তোমা তরে দো'আ শুভ জন্মদিনে
ধরিত্রী নীড়ে ছড়াও কুমুদ সুবাস;
কনক কিরীট শোভা তব শিরে আশ,
শরৎ জোছনা প্রভা যাপিত জীবনে।
গগন সম হৃদয় বাঞ্ছা সব জনে;
সম্মুখে চলো দুর্বার আসুক প্রভাস।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ২৫/০৯/২০২১
(একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার এম এম অমি শিকদার
—এর জন্মদিনে।)