আষাঢ়ে বরষণ
(গীতি কবিতা)
ওহে অঝোর ধারায় আষাঢ়ে বরষণ,
দাও না আমায় সিক্ত করে—
ভেঙ্গে দিয়ে মম নিশার স্বপন।।
ওহে ঘনঘোর বারিধারা
আজি চিত্ত মম দিশেহারা
তব চাই গো পরশ চাই গো দরশন।।
নিঝুম রাতে নিয়ো গো আমায়
গোপন অভিসারে সাথে তোমায়
নিয়ে গো আমায় করে হরণ।।
কাটবো নিশি তব সনে
বলবো কথা ব্যাকুল মনে
সিক্ত হয়ে তনুমন সবাই যখন ঘুমে মগন।।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৭ জুন,২০২২