পল্লির পরতে পরতে ভরা রতনে
আজিকে নিভৃতে হারালো কোন সুদূরে,
চন্দ্রালোকে পুঁথিপাঠ কভু নাহি শোনে;
গীত বিনে নিষ্প্রাণ যত বিয়ে আসরে;
হেঁয়ালি-ধাঁধা কোথায় কন্যা সম্প্রদানে,
কৃষক কন্ঠে জারি-সারি গান নাহিরে;
মাঝিরা মূক উদাস ভাটিয়ালি গানে,
বাউল সাধনা সুর তুচ্ছ দেশ জুড়ে।
লোকসাহিত্য মম ঋজু ভাষার ভাবে
সরল হৃদয়ের হাসি-কাঁন্নার ছবি,
জাগ্রত নানা পেশায় সৌরভে গৌরবে
অবলীলায় রচেন নিরক্ষর কবি।
সভ্যতার মোহে পিষ্ট ঐতিহ্য নীরবে;
কৃত্রিম জীবন বরণে হারিয়ে যায় সবি।
-------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৫ এপ্রিল,২০১৮