আঁখি মেলো
(গীতি কবিতা)

প্রিয়া আঁখি মেলো রে—
কাটো ঘুমের নেশা সখী সহচরী মোর।।
চেয়ে দেখ যামিনীতো যায় ওগো হৃয়েশা
ঊষা হতে দেরি নাই রে হে মধুমালা।।
মম দেহে লুটিয়ে পড়ে—
নিদে ডুবো সুখ সাগরে—
ওহে সখী,দুর্নামের দাগ পড়বে যে
তব গায় রে হে প্রিয়তমা।।
শুকনো মালা দিয়ে ফেলে—
গাঁথবো মালা তাজা ফুলে—
পড়াবো তাই উভয় মিলে রে
ওহে সুনয়না।।
দু'জনে মোরা প্রেম পিয়াসী—
তাইতো বিজনে কাছে আসি—
প্রেম বিনে, জীবন নিরাশা রে
ওহে প্রাণপ্রিয়া।।

—স্বরচিত
  রচনাঃ২৩/১১/২০