---------------------------------------
আছড়ে পড়া উচ্ছ্বাসে ক্ষণ প্রতীক্ষায়;
শ্রুতি আশে মহাকাব্য অমর ভাষণ,
বাঙালির স্বাধীনতা মুক্তিগাথা গান;
রক্তগাথা ইতিহাস নতুন অধ্যায়।
তিল ঠাঁই আর নাহি পূর্ণ ময়দান;
বজ্রকন্ঠ হাঁকে পিতা ~ জাগে জনতায়,
মুক্তিমন্ত্রে বলীয়ান যায় যদি প্রাণ;
ভীত নহে বীর জাতি স্বদেশ রক্ষায়।

কালজয়ী সে ভাষণ আত্ম পরিচয়ে-
দিশেহারা জাতি মিলে নব উপহারে,
জাগ্রত উন্নত শিরে বিশ্ব দরবারে,
জয়বাংলা চিরকালে গ্রোথিত হৃদয়ে।
স্বীকৃতি বিশ্ব ঐতিহ্য জাতিসংঘ তরে;
ঈথরে ভাসে ভাষণ দিগন্ত পেরিয়ে।

-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
----রচনাঃ ৭ মার্চ,২০১৯
  (ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে।)