ফার্মগেট অগ্নিমূর্তি প্রখর রোদ্দুরে
রিকশা টানে ঘর্মাক্ত চালক আসনে;
তরুণত্ব ঘিরে ধরে ছাতা উপহারে,
সিলেটে বিলায় যুব অঝোর বর্ষণে।
তৃষিতে শীতল জল দেয় খুশি ভরে;
তরুণ শিপন সদা কুষ্টিয়া স্টেশনে,
স্বীয় শ্রম অর্থে কর্ম জন উপকারে;
তারুণ্য ভালোর সাথে উপমা সৃজনে।
প্রত্যহ কাগজ ভরে ধর্ষণ খবরে;
যুবশক্তি ডুবে প্রায় মাদক অর্ণবে
সহিংসে জীবন নাশে নির্দয় আচারে,
জাতির বিবেক থাকে নিভৃতে নীরবে।
আলোর পথে তারুণ্য কিছু প্রভা পড়ে;
নিভু নিভু দীপ শিখা তাই নাহি নিভে।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৩ জুলাই,২০১৯