একাত্মতার অনন্য দ্যুতি বিচ্ছুরিত;
অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্ত থেকে,
অভিন্ন মানবাত্মা কখনো নহে মৃত;
থাই গুহা ট্রাজেডি জানায় বিশ্বলোকে।
শুধু মানুষ!পৃথ্বী রুদ্ধশ্বাস শঙ্কিত;
খুদে ক্রীড়কদের উদ্ধার ছক আঁকে,
প্রার্থনায় ধর্মভেদ ভুলে একত্রিত;
একসূত্রে গ্রোথিত করে বিশ্ব-বিবেকে।
তন্ময় সবাই উপলব্ধি আস্বাদনে;
এমন ক্ষণ কদাচিৎ সম্মুখে আসে,
লোক মারে ঠান্ডা মাথায় বোমা বর্ষণে;
ফিলিস্তিন মধ্যপ্রাচ্য যুদ্ধ ক্লান্ত দেশে।
থাই নজির কেন হয়না আরাকানে?
যুদ্ধ পিষ্টরা 'মানুষ' জন্মেনা বিশ্বাসে!
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১১ জুলাই, ২০১৮