নির্মম ষড়যন্ত্রে পরপারে স্বজন;
মৃত্যু দ্বারে জনক দুহিতা বার বার,
সমৃদ্ধ দেশ গড়া~প্রত্যয়ে ক্লান্তহীন
ডিজিটাল বাংলার পথে চলা দুর্বার।
মধ্যম আয়ের স্বপন করে পূরণ;
জাতি পূত বিচারে যত যুদ্ধ পাপীর।
কর্মে-অর্জনে রূপকথার গল্প ম্লান;
অজস্র চক্রান্তে কভু নত নাহি শির।
এক সমুদ্রসম সাফল্য পিতৃহীনে
মানবতার জননীরূপে সমুজ্জল।
অনন্ত বিস্ময় জননেত্রী বিশ্বাঙ্গণে
বিশ্বনেত্রী স্থান অলংকৃত সমকাল।
উপাধি সম্মানে খ্যাতি চূড়ে আরোহনে;
উদিত ভাস্বর হয়ে রবে চিরকাল।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২১ জুলাই,২০১৮