এক সম্ভাবনার অসময়ে প্রস্থান;
বিস্ময় জ্ঞানকুঞ্জ শোকার্ত পরিবার,
স্বজন বিলাপ ধ্বনি কম্পিত গগন;
বিষাদে ভারি সর্বত্র নাহি সহিবার।
বিয়োগ দৃশ্যে হৃদয় ভেঙ্গে খানখান
ধরিত্রী অধিপতি!লীলা বুঝা দুষ্কর,
দিকে দিকে অঝোরে বহে অশ্রু প্লাবন;
সান্তনা বাণী শোনার সাধ্য আছে কার?
জ্ঞান বাগিচার বৃন্তে পুষ্পিত গৌরবে
অাগমনে সাড়া পড়ে অঙ্গনে অঙ্গনে,
সহপাঠি গুরুগণ গর্বিত সৌরভে
বিকশিত না হতে তারা বনে গগনে।
সবখানে সব প্রাণে কীর্তি তোমা রবে;
রিমতি কুসুমে ফোটো জান্নাত কাননে।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ৯ জুলাই,২০১৮
[মেধাবী ছাত্রী রিমতি'র অকাল প্রয়াণে।]