তোমার সঙ্গে প্রথম দিবসে
হৃদয় গেঁথেছি  তোমারই নাম,
পারিনি বলিতে শত প্রয়াসে
শঙ্কিত বুকে পুরে না মম মনষ্কাম।।

মুগ্ধ খুবই আচারে কথনে
না বলা কথা রয়েছে মনে,
বুঝাতে চাহি নয়নে নয়নে
ভীরু হিয়ায় কাঁপে দেহ থাম।।

কখনো বসেছি দুর্বা ঘাসে
প্রণয়ের কথা বলিবার আশে;
সাহস উবে গেল  মম নিমিষে
হয়নি বলা দিবস যাম।।

ভয়ার্ত মনে বলি অবশেষে,
বন্ধুত্ব বাহানে অগ্রাহ্যে হেসে
উড়িয়ে দিলে তামাশা বেশে,
পাইনি কভু হৃদয় দাম।।


রচনাঃ১৯ জুলাই,২০১৯। ঢাকা।